ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘লেখমালা’ সম্মাননা পেলেন হামীম কামরুল হক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
‘লেখমালা’ সম্মাননা পেলেন হামীম কামরুল হক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কথাসাহিত্যিক হামীম কামরুল হক পেলেন ‘লেখমালা’ সম্মাননা।

কবি মামুন মুস্তাফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ লেখমালার চতুর্থ ‘লেখমালা সম্মাননা’-২০২৩ দেওয়া হলো সাহিত্যের এই গুণীজনকে।

আগামী ৭ অক্টোবর ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য ক্যাটাগরিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হবে।

সম্মাননা অনুষ্ঠানে কবি শিহাব সরকার, কবি নাসির আহমেদ, ড. মুহাম্মদ জয়নুদ্দীন, কবি মাহমুদ কামাল, কবি বায়তুল্লাহ্ কাদেরী, কবি আহমেদ স্বপন মাহমুদ, কোলকাতা থেকে গৌতম গুহ রায় প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে হামীম কামরুল হক বলেন, আজকের দিনে সাহিত্যের এমন দশায় এই ছোট ছোট প্রণোদনাগুলো লেখকদের জন্য অনেক বড় হয়ে উঠতে পারে। আমি মনে করি, এই সম্মাননা আমার লেখালেখিতে একটি বড় উৎসাহ জোগাবে।

তিনি বলেন, সাহিত্যের পুরস্কারগুলো সবার জন্য স্বস্তিদায়ক না। এগুলো নতুন করে অস্বস্তি তৈরি করে। আর সেই অস্বস্তি হচ্ছে, তাকে আগের থেকে আরও ভালো লিখতে হবে এবং লেখার প্রতি অনেক বেশি দায়বদ্ধ হতে হবে। তাই একটি সম্মাননা যেমন অনেক আনন্দ ও উৎসাহের, তেমনি সেটা অনেক বড় অস্বস্তি ও দায়ের। নতুন করে যারা সম্মানিত হলেন এই দায়টা তাদের উপরেই চাপলো। আমার লেখালেখিতে সেই দায় যেন বহন করার সামর্থ্য অর্জন করতে পারি; সে চেষ্টাই করব।

এবারের ‘লেখমালা’ সম্মাননা পেয়েছেন নাটকের ছোটকাগজ ‘আনর্ত’ সম্পাদনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রহমান রাজু এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ‘গোলাম রসূল স্মৃতি পদক’ পেয়েছেন মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবুল কাসেম।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ২২ জানুয়ারি জন্ম নেওয়া কথাসাহিত্যিক হামীম কামরুল হক নব্বই দশকরে মাঝামাঝি থেকে লেখালেখি করছেন। তিনি লিখে চলছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সমালোচনা। এছাড়াও করছেন অনুবাদ ও গবেষণামূলক কাজও। বর্তমানে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫টি। ২০০৭ সালে রাত্রি এখনো যৌবনে উপন্যাসের পাণ্ডুলিপির জন্য তিনি পেয়েছিলেন ‘কাগজ তরুণ কথাসাহিত্য পুরস্কার’।

প্রসঙ্গত, মন ও মননের ছোটকাগজ লেখমালা ২০১৫ সালে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ত্রৈমাসিক এই কাগজটির মোট ১৪টি সংখ্যা প্রকাশিত হয়েছে। ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর লেখমালা সাহিত্য, ছোটকাগজ ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের বরেণ্য ব্যক্তিদের সম্মাননা জানিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।