কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন পেলেন সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৫। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘সাড়ে তিন হাত ভূমি’র জন্য তিনি এ পুরস্কার পান।
ইমদাদুল হক মিলনের ‘সাড়ে তিন হাত ভূমি’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এতে আমাদের বর্ষাকাল, নদী, মানবহত্যা, পাকিস্তানি নিষ্ঠুরতা যেমন রয়েছে, তেমনি জল-মাটি-নদীর বাংলাদেশকে একেবারে অন্তর থেকে স্পর্শ করার রয়েছে যথেষ্ট উপাদান। উপন্যাসে বর্ণিত কাহিনীর ভেতর দিয়ে চাইলেই পাঠক ফিরে যেতে পারে একাত্তরে, আমাদের যুদ্ধ, আমাদের কষ্টার্জিত স্বাধীনতার পটভূমিতে।
বিভিন্ন খাতে অন্য আরও যাঁরা সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়েছেন তারা হলেন, প্রবন্ধে ‘রাষ্ট্র ধর্ম ও সংস্কৃতি’র জন্য শামসুজ্জামান খান, শিশু সাহিত্যে (যৌথভাবে) ‘হিমালয়ে রিবিট’র জন্য মোশতাক আহমেদ ও ‘হাওয়া আর রোদের ছড়া’র জন্য আলম তালুকদার এবং কবিতায় ‘বায়োডাটা’র জন্য রেজাউদ্দিন স্টালিন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫