ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

নবীন কবির বই প্রকাশের সুযোগ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
নবীন কবির বই প্রকাশের সুযোগ

প্রতিবছর একজন নবীন কবির অভিষেকের ধারণা ও উদ্যোগটি দুই দশকেরও বেশি সময় ধরে বাস্তবায়ন করে চলেছেন ‘একুশের সংকলন’র সম্পাদক। নতুন প্রতিভা আবিষ্কার ও তাকে স্বীকৃতি প্রদানের স্বপ্নের উদগাতা তিনি।

কবিতার বইয়ের বিক্রি কম, এ অজুহাত তুলে প্রকাশকরা কবিতার বই প্রকাশে অনেকটাই অনীহা প্রকাশ করে থাকেন। সেখানে নবীন কবির আত্মপ্রকাশ যথেষ্ট দুরূহ হয়ে ওঠে। নবীন কবিদের প্রথম বইয়ের প্রকাশনায় নতুন ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে ‘একুশের সংকলন’। সম্পাদনা করছেন কবি মারুফ রায়হান।

২০২০ সাল থেকে একুশের সংকলনের বিশেষ উদ্যোগ ‘কবি-অভিষেক’। ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছর অন্তত একজন নবীন কবির প্রথম কবিতার বই প্রকাশের ব্যবস্থা নিয়েছে একুশের সংকলন। জানুয়ারির শেষ সপ্তাহে ‘কবি-অভিষেক উৎসব’ অনুষ্ঠিত হবে। এতে অভিষিক্ত কবিকে উপহার হিসেবে নগদ অর্থ ও শুভেচ্ছা স্মারক দেওয়া হবে। অনুষ্ঠানে সদ্যপ্রকাশিত গ্রন্থটি নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট কবিরা, কবির কবিতা থেকে আবৃত্তি পরিবেশিত হবে, থাকবে কবির অনুভূতি এবং পাঠকদের জিজ্ঞাসার উত্তর।

এজন্যে নবীন কবিদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে। বয়স সর্বোচ্চ ৩৩ বছর। পূর্ণাঙ্গ পরিচিতিসহ কম্পোজ করা ওয়ার্ড ফাইল ও পিডিএফে পাণ্ডুলিপিটি (কমপক্ষে ৪০টি কবিতা) নিচের ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ ২৩ নভেম্বর ২০২৪। ইমেইল অ্যাড্রেস: [email protected]

মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে তাৎপর্যপূর্ণ করে তোলা, সেই সঙ্গে একুশের অন্যতম অর্জন ‘একুশের বইমেলা’-কে অর্থবহ রূপ দেওয়ার প্রত্যাশায় বর্ণাঢ্য আঙ্গিকে সাজানো হয়ে থাকে একুশের সংকলনটি। একুশের বইমেলা উপলক্ষে প্রকাশিত কয়েক হাজার নতুন বই থেকে নির্বাচিত ৫০ বইয়ের সংক্ষিপ্ত পরিচিতিসহ রঙিন পুস্তিকা বা ক্রোড়পত্র প্রকাশ এটির বিশেষ আকর্ষণ। পুস্তিকাটির ই-পেপার সংস্করণ মোবাইল-বান্ধব করা হয়েছে। যে কেউ মোবাইল ফোনে এই লিংক (www.banglamati.net/50-book) অনুসরণ করে বিগত ১২ বছরের নির্বাচিত বইগুলোর পরিচিতি পাঠ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।