ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

লেখক কামরুজ্জামান জাহাঙ্গীর আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
লেখক কামরুজ্জামান জাহাঙ্গীর আর নেই কামরুজ্জামান জাহাঙ্গীর

ঢাকা: গল্পকার-ঔপন্যাসিক কামরুজ্জামান জাহাঙ্গীর মারা গেছেন। শনিবার (৭ মার্চ) দুপুরে ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে তিনি স্ট্রোক করেন।

এরপর ট্রেনটি কুমিল্লা থামলে তাকে রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ব্যক্তিগত কাজে তিনি ঢাকায় কিছুদিন অবস্থান করে চট্টগ্রামে ফিরছিলেন। কামরুজ্জামান জাহাঙ্গীর চট্টগ্রাম রেলওয়ে সরকারি হাসপাতালে চিকিৎসক। পেশায় ডাক্তার হলেও লেখালেখিই ছিল তার ধ্যান-জ্ঞান। কথাসাহিত্য বিষয়ক ম্যাগাজিন ‌‌‌‌‌‘কথা’-এর সম্পাদনার পাশাপাশি তিনি বাংলানিউজ শিল্প সাহিত্য বিভাগের নিয়মিত লিখতেন।

কামরুজ্জামান জাহাঙ্গীর ১৯৬৩ সালের ৩১ জানুয়ারি তিনি কিশোরগঞ্জের বাজিতপুর থানার সরিষাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের কথাসাহিত্যের সচেতন পাঠকের কাছে গল্পকার ও প্রাবন্ধিকরূপে তিনি সুপরিচিত।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

** শুভ জন্মদিন কামরুজ্জামান জাহাঙ্গীর!
** উপন্যাসে মুক্তিযুদ্ধ । । কামরুজ্জামান জাহাঙ্গীর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।