এক |
একটা কবিতার বই লিখে ফেলেছি
বিভিন্ন কাগজে লেখা অনেক কবিতার বধ্যভূমির ভিতরে
বইটার কবিতাগুলি পড়ে আছে পরিচিত লাশের মত
এখন তাদের উঠিয়ে নিয়ে সৎকার করে
একটা স্মৃতিস্তম্ভ বানালেই বইটা প্রকাশিত হবে
আর তার মলাটে লেখা থাকবে নিহত বিষয়গুলির
সব পরিচয়
বইমেলা স্মৃতিস্তম্ভের জাদুঘর
দুই |
সবকিছু হাতের কাছেই
তারপরও অনেক কিছুই ছুঁতে পারি না আমি
পৃথিবীটা এখনও হারিয়ে যাওয়া একটা প্লেন
খুঁজে না পাওয়ার মত বিশাল
আমার দূরবীন লজ্জা পাচ্ছে
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
শিল্প-সাহিত্য
দুটি কবিতা | অমিতাভ পাল
কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।