ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

তিনটি কবিতা | মাসুদ খান

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
তিনটি কবিতা | মাসুদ খান

স্নেহ
___________________________________

      ইশারা পেয়েছে যেই বসন্তবায়ুর, অমনি
      কেমন চঞ্চল হয়ে উঠছে স্নেহ, রাইসরিষার কোষে কোষে!


অধ্যবসায়
___________________________________

      জুয়ার টেবিল।
      অর্থকষ্টে-ভোগা এক অধ্যবসায়ী কবি
      তাকাচ্ছে অপর এক বিলাসী শিল্পীর দিকে, অর্থপূর্ণ চোখে।



      জুয়ায় লাগে না কাজে কোনও অধ্যবসায়।


উপমান
___________________________________

      যেভাবে সর্ষের কোষে বিন্দু-বিন্দু জমতে থাকে ভূত
      যেভাবে নেকড়ে বাঘ মানুষেরই হাতে
      বিবর্তিত হতে হতে ক্রমে
      হয়েছে কুকুর—
      উচ্ছ্বসিত লেজতরঙ্গের চূড়াবিন্দুগুলি থেকে যার
      বিকিরিত হয় ভক্তি নিরঙ্কুশ

      যেইভাবে দোলপূর্ণিমার রাতে হালকা
      খয়েরি-আগুন-লাগা বাতাসের সাথে
      কথা হয় ফিসফিস জ্যোৎস্নার

      এবং যেভাবে দমকা হাওয়া আচমকা জলস্তম্ভ-তোলা
      ঘূর্ণির প্রস্তাব করে নৈর্ঋতের মেঘে

      সেইভাবে...



বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।