ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি জসীম উদ্‌দীনের ৩৯তম মৃত্যুবার্ষিকী শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
কবি জসীম উদ্‌দীনের ৩৯তম মৃত্যুবার্ষিকী শনিবার কবি জসীম উদ্‌দীন

ফরিদপুর: কবি জসীম উদ্‌দীনের ৩৯তম জন্মবার্ষিকী শনিবার (১৪ মার্চ)। ১৯৭৬ সালের এই দিনে তিনি মারা যান।



দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম উদ্‌দীন ফাউন্ডেশনসহ জেলার বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ৮টায় শহরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির কবরে জেলা প্রশাসন, জসিম উদ্‌দীন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে সম্মান জানানো হবে। পরে সেখানে দোয়া মাহফিল করা হবে বলে জসিম উদ্‌দীন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।

কবি জসীম উদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ রাখালী। এরপর তার বিভিন্ন বিষয়ে ৪৫টি গ্রন্থ প্রকাশিত হয়। কবি ১৯৭৬ সালে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডি.লিট উপাধি ও ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত হন।

‘ওইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে/ তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’ বা ‘তুমি যাবে ভাই, যাবে মোর সাথে/ গাছের ছায়া লতায় পাতায় উদাসী বনের বায়’ কিংবা ‘বাবু সেলাম বারে বার/ আমার নাম গয়া বাইদ্যা/ বাবু বাড়ী পদ্মার পাড়’–এভাবেই বাংলার হাজার বছরের ঐতিহ্য কবিতা, গল্প, নাটক, গানের মাধ্যমে তুলে ধরে জসীম উদ্‌দীন পেয়েছিলেন পল্লীকবির উপাধি।

নকঁশী কাথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশি, রাখালী, বালুচর প্রভৃতি তার অমর সৃষ্টি।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।