কুমিল্লা: প্রখ্যাত সংগীত শিল্পী শচীন দেব বর্মণের কুমিল্লার স্মৃতি বিজড়িত বাড়িটি আদর্শ সংস্কৃতি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে কুমিল্লায় বাড়িটি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, এরইমধ্যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়িটি সংরক্ষণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বরাদ্দপ্রাপ্তির বিষয়টি শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরো বলেন, ভবনটি সংস্কার মানেই সিমেন্ট, বালি ও রঙ দেওয়া নয়। এটাকে পূর্বের চেহারায় ফিরিয়ে নেওয়া হবে।
এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুর রহমান, কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার থেকে ১০ দিনব্যাপী আয়োজিত বইমেলার উদ্বোধন উপলক্ষে কুমিল্লায় আসেন সংস্কৃতি মন্ত্রী।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫