বাল্য গল্প, বাল্য নদী,
একটুখানি ফিরত যদি?
বাল্য বিদ্যা, বাল্য হাসি,
মন্ত্র, মায়ায় সর্বনাশী।
বাল্য খেয়া, বাল্য সাঁকো,
এই বেলাতে পাচ্ছি নাকো।
বাল্য সুরের ভাটিয়ালী,
হারান মাঝি, তীরের বালি।
বাল্য ছুটে, ছুটল খুবই।
ওই মায়াতেই তবুও ডুবি।
বাল্য হাওয়া কয়েক খানি,
বন পারুলটা অভিমানী।
বাল্য পুকুর, মধ্যদুপুর,
ডুব সাঁতারের দিনটা মধুর।
বাল্য চুড়ি, বাল্য নূপুর,
বাজছে দেখ ছোট্ট সুদূর।
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫