টাঙ্গাইল: আমরা সবাই বাঙালি। আমাদের ও আপনাদের সংস্কৃতির মিল আছে।
বুধবার (০১ এপ্রিল) রাতে টাঙ্গাইলের ভাসানী হল মিলনায়তনে গীতি নৃত্য নাট্য ‘স্বাধীনতা সংগ্রাম’ পরিবেশনা উপলক্ষে কলকাতার ‘মঞ্জির’ এর সাংস্কৃতিক কর্মী মালঞ্চ ঘোষ এ কথা বলেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক বলেন, উভয় বাংলায় আমাদের শিল্প ও সংস্কৃতি এক ও অভিন্ন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, আমাদের স্বাধীনতার ক্যানভাস অনেক বড়। নয় মাসে আমাদের অর্জন অনেক।
অনুষ্ঠানের সভাপতি সাবেক সচিব ও রাস্ট্রদূত আনোয়ারুল আলম মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদানের কথা স্বীকার করে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা যেখানেই থাকি সবাই বাঙালি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও ষড়জ পঞ্চম রাগ সঙ্গীত শিক্ষালয়ের যৌথ উদ্যোগে এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় গানের সঙ্গে নৃত্যের সংমিশ্রণে তুলে ধরা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলন, বঙ্গভঙ্গ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর অসহোযোগ আন্দোলন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা ও ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম।
মালঞ্চ ঘোষের পরিচালনায় গীতি নৃত্য নাট্যে অংশ নেন চন্দ্রানী ঘোষ, পৌলমি মন্ডল, মৌমিতা চক্রবর্তী, সুরঙ্গমা মজুমদার, প্রীতিপর্ণা রায়, দেবশ্রী মুখার্জী, শ্রীপর্ণা দে, প্রসেনজিৎ মিত্র, শুভাষীষ ব্যানার্জী, চন্দন রায়, রাহুল দে ও সন্দ্বীপ দত্ত।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫