মুক্তিযুদ্ধ একই সঙ্গে আমাদের গৌরব এবং শোকের ইতিহাস। যুদ্ধ আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছে, আবার যুদ্ধ অনেককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, হয়েছেন শহীদ।
বইয়ে উঠে আসা শহীদ কাহিনী কোথাও বয়ান হয়েছে স্ত্রীর মুখে, কোথাও সন্তান, কোথাও মা বলছেন তার ছেলে হারানোর বেদনার কথা। আবার দেখা যাচ্ছে ছেলে মুক্তিযোদ্ধার হওয়ার অপরাধে বাবাকে নিয়ে হত্যা করেছে পাক-সেনারা। মুক্তিযুদ্ধের এমনি ২২টি কাহিনী উঠে এসেছে বইটিতে। লেখকের গদ্য যথেষ্ট প্রাঞ্জল, উপস্থাপন রীতিও সাবলীল হওয়ায় পাঠককে আকৃষ্ট করবে বলেই বিশ্বাস।
এছাড়া তার কাব্যগ্রন্থ ‘নিথর রাতের গন্ধ’-এ ব্যক্তিগত নানা অনুভূতির সঙ্গে পারিপার্শ্বিকতা, সময় ইত্যাদি ঘিরে যেসব বোধ তৈরি হয়েছে তাই কাব্যরূপ পেয়েছে। যদিও কবিতার ভাষা, চিত্রকল্প বা উপমা শক্ত ভিত পায়নি, তবু একটা চেষ্টা যে আছে, যা টের পাওয়া যায়।
২০১৫ বইমেলায় প্রকাশিত তার এ দুটি বইয়ের প্রচ্ছদ করেছেন রাজিব রায়। বই দুটির প্রকাশক প্লাটফর্ম।
| বুক রিভিউ ডেস্ক |
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
এফএ/টিকে