ইন্দ্রচাপ
___________________________________
মূলরোম নিয়ে আজ দ্বিধা—
শ্বেতজবা না সেবন্তী বেড়ে উঠবে
রাসপূর্ণিমায়?
রোদে তাজা হতে হতে
সৌন্দর্যের ইন্দ্রচাপ সহ্য করে
কোন দরোজার মধ্যে দিয়ে
বিচ্ছুরণ হবে?
তা আজ প্রভাতবেলায় জানা দরকার।
আমিও-তো শুল্কপক্ষে নড়েচড়ে উঠি
আমার উঠানে।
সপ্তসুর
___________________________________
উদ্যানলতার সান্নিধ্যে থেকেছি
তারপরও সবুজ চিনতে পারিনি
মুকুলোদগম দেখার পরও
কচিপাতা দেখতে পারিনি!
এইভাবে ম্লান—অর্ধপরিস্ফুট থাকতে হচ্ছে
রোদহীন অবস্থায়—
অন্ধেরন্ধে অমানিশা!
কণ্টকময় থাকার পরও যদি
সপ্তমুখী জবা—তার সপ্তসুর দিয়ে
আমাকে জাগিয়ে তোলে
তাহলে আমি আন্দোলিত হই
ভূকম্পের পর!
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
টিকে/।