ঢাকা: সব্যসাচী সাহিত্যিক সৈয়দ সামসুল হক বলেছেন, সাহিত্যে পড়ে কিংবা নাটক দেখে অনুপ্রাণিত হয়ে নতুন কিছু সৃষ্টি করা যায়। কারণ সাহিত্যের সাথে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বেঙ্গল আর্ট লাউঞ্জে শিল্পী মাহবুবুর রহমানের একক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘ডাস্ট টু ডাস্ট (২০১০-২০১৫)’ শীর্ষক ৩ সপ্তাহব্যাপী একক প্রদর্শনী যৌথভাবে উদ্বোধন করেন সৈয়দ সামসুল হক এবং চিত্রশিল্পী শহীদ কবির।
অনুষ্ঠানে সৈয়দ সামসুল হক বলেন, যা আমরা চোখে দেখি না সেই বিষয়গুলোই মাহবুবুর রহমান এখানে দেখাতে চেয়েছেন। যা একটি প্রকৃত শিল্পীর কাজ।
চিত্রশিল্পী শহীদ কবির বলেন, মাহবুবুর রহমান পাঠ্যক্রমের গতানুগতিক ধারাকে ভেঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন মিশ্র মাধ্যমের একজন শিল্পী হিসেবে।
প্রদর্শনীতে চারকোল ড্রইং থেকে শুরু করে শব্দ ও আলো ব্যবহার করে এবং শিল্পজাত বস্তু তৈরি করে জটিল স্থাপনা শিল্প তৈরি করেছেন মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জীবনমুখী গানের শিল্পী কৃষ্ণকলি, বেঙ্গল আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের, প্রকৌশলী মাহজাবিন হক রথী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
জেডএফ/আরআই