বিবাদি
___________________________________
পাতা ঝরে গ্যাছে—
লুপ্তবন;
চৈত্রসংক্রান্তি ফের
তাকিয়ে রয়েছে পাংশুচোখ
শুষ্কদিন, দুঃশাসন
ফুলেরা ভেসেছে জলবিহীন
রক্তজবা যাচ্ছে কই?
বুকেতে জমানো ফসফরাস
ছুঁই আগুন, ফুটছে খই
বিবাদি আকাশে উড়ছে চিল
কার অসুখ! হালকা নীল!
ফেলে রেখে আসি রিক্তহাত
দৃশ্যহীন সব জখম
নিরাকারে মেশা তার শরীর
খুঁজতে যাই, পাই না দম
সেদিন
___________________________________
মেঘে মেঘে ছেয়েছিল আসমান
তুমি আমি রিকশায় ঘোরলাগা
প্রাণ
বত্রিশ থেকে কালীবাড়ি মোড়
ভেজা শরীর
ভেজা রাস্তা
কাপা কাঁপা হাত
কাঁপা কাঁপা পা
ছিল সস্তা
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
শিল্প-সাহিত্য
চঞ্চল বাশারের জোড়া কবিতা
বৈশাখের আয়োজন / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।