ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

মেসবা আলম অর্ঘ্যের জোড়া কবিতা

বৈশাখের আয়োজন / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
মেসবা আলম অর্ঘ্যের জোড়া কবিতা

পূর্বাচল
___________________________________

      আমি তোমার মত করে ভাবি না
      আমি খুব লোকাল
      আমাকে তুমি পাবে
      পূর্বাচলের বাংলা কলার ভিতর
      খুব ধূসর
      খুব দমবন্ধ অথচ
      প্রচণ্ড শ্বাসপ্রশ্বাস চলছে এমন হলুদ
      অথচ আমি তো তোমাকে আমার আসল বাতায়ন দেখাতে চেয়েছিলাম
      বালুনদী ব্রিজের কিনারে
      বাংলা কলার দরদামরত অবস্থায়
      আমাকে আমার সামাজিক স্থানাঙ্কের বাইরে
      আমার আসল স্থানাঙ্কের সমাজে তো
      তোমাকে আমি দেখতে চাই
      তুমি চলে আসো
      আমার চিকন যৌন ইন্টারপ্রিটেশন
      তোমার যৌনতার সাথে মিলে মিশে
      অর্থাৎ যেখানে একটা মধ্যবিত্তীয় জটিলতার ওপর বহমান
      মোলায়েম বালুনদী ব্রিজ
      সরকারি প্লটের মত এফোড় ওফোড় করে ফেলেছে বাংলা কলার বাতায়ন
      একটা বাছুর তাকিয়ে আছে


তোমার প্রেমের কবিতা
___________________________________

      তোমার প্রেমের কবিতাটা জমাট বাঁধে যদি, কেমন চেহারা নেবে ছাদের
      সেফটি ট্যাঙ্কগুলি? পাইপ কল বালতি মগ, কাপ পিরিচ ড্রেন কিরিচ খাল নদী বিলবোর্ড
      সিমেন্ট বালু মুক্তি, রাইট লেফট, ফেসবুক, কুরিল টু গুলিস্থান, পিকক নাকি শ্যালে
      প্রেস কাগজ কালি মলাট ভূতেরগলি শাহবাগ নীলক্ষেত বাংলাবাজার, ডিস্ট্রিবিউশন সেলফ-প্রমোশন
      মুনাফা দলবাজি রিক্রুট বিস্কুট সোহরাওয়ার্দীর এগজিট রুটের
      অন্ধকারে জোনাকির মত জ্বলতে থাকা একটা
      একশত ভাগ অর্গানিক জয়েন্ট
      কেমন চেহারা নেবে
      তোমার প্রেমের কবিতাটা জমাট বাঁধে যদি
      আরেকটু শক্ত হয় যদি
      শক্ত হতে হতে একদিন বড় হলে, বড় যুক্তিগুলির বিনিময় শিখে গেলে
      সরকারি সরকারবিরোধী অটোক্র্যাটিক ধর্মভিত্তিক নিরপেক্ষ যুক্তিময় প্রমাণসাপেক্ষ মিথিকাল
      এথিকাল সাবঅল্টার্ন মরমি মর্ষকামী নারীবাদী হত্যাবাদী কাপুরুষ এবং আন্ডারগ্রাউন্ড—
      সর্বপ্রকার সাবান চিরুনি ব্যতিরেকে
      তোমার প্রেমের কবিতাটা যদি জমাট বেঁধে ওঠে?
      আমরা একে অপরের স্বার্থপরতার সহাবস্থান মেনে নিতেও পারি তো!
      সোহরাওয়ার্দীর অবশিষ্ট পুরানো গাছগুলি, নতুন লাগানো সম্ভাবনাময়
      এবং প্রচণ্ড ছায়াহীন শিশুগাছগুলির সাথে নিজ নিজ স্বার্থপরতা
      যেমন মেনে নিয়েছে
      চুপচাপ
      যেন যথেষ্ট আরামে
      তোমার প্রেমের কবিতাটা জমাট বেঁধে উঠলে কেমন হবে
      কেমন হবে ...
      ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে
      ভয়ে কাঁপতে কাঁপতে চিন্তা করছিলাম—তোমার প্রেমের কবিতাটা
      জমাট বাঁধা দরকার এখন
      তোমার প্রেমের কবিতাটা তুমি লিখো
      তারপরও



বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।