ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

নভেরা হোসেনের একজোড়া কবিতা

বৈশাখের আয়োজন / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
নভেরা হোসেনের একজোড়া কবিতা

কবোষ্ণ বুকের গভীরে
___________________________________

      কবোষ্ণ বুকের গভীরে একটা গাঢ় ক্ষত
      জল ঝরছে অবিরাম
      তুমি থামাতে পারছো না
      হোয়োনা উচাটন হে স্মৃতিভ্রষ্ট নাবিক
      তোমার অস্থিতে অমলিন কশেরুকা
      কী বলব তোমাকে?
      বসন্ত বাউড়ি নাকি কোনও ঝরাপাতা?
      ভাষা দিয়ে গেঁথেছো নীরব ঘণ্টাধ্বনি
      চৈত্রের দাবদাহে বুনো ঝড় হয়ে এলে
      টুপটাপ ঝরে পড়ছো হাস্নাহেনার
                          শ্বেত শরীরে


সিকিয়া ঝোরা
___________________________________

১.
      বইছে তাজা খুন। নজদের বুকচেরা নির্জনতায়
       ভেতরে মরু ঝড়, বাইরেটা শান্ত
       ছেঁড়া পুস্তক, আজটেকদের মুখোশ।


      সিকোয়া ঝোরা তোমার চোখ যেন আমি হই
      আর আমার হৃদয় তুমি
      একই রাস্তার সন্ধিস্থলে আমাদের যেন দেখা হয়, নির্জনে...

২.
      আজ রাতে আকাশে মেঘ
      চাঁদের শরীর ধোঁয়ায় ঢাকা
      কবরগুলো খুলে যাচ্ছে
      পথে কালো বিড়াল

      আজ রাত তোমাকে একা করে দিল
      তুমিও দিলে নিজেকে
      যতই চোখে কাজল মাখো
      ধুয়ে যাবে নোনা জলে

      আজ রাত কথা বলছে না
      তুমিও নীরব
      চন্দ্রমল্লিকার গোলাপি শরীর
      উষ্ণ ঠোঁটে



বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।