ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি মঞ্জুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাহিত্য সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
কবি মঞ্জুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাহিত্য সম্মেলন মঞ্জুর রহমান বাবু

রাজশাহী: বরেন্দ্র কবি মঞ্জুর রহমান বাবুর প্রথম মৃত্যুবার্ষিকীর দিন অর্নিবাণ প্রকাশ রাজশাহীর বানেশ্বরে কবি ও লেখক সম্মেলনের আয়োজন করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) এ সম্মেলন অনুষ্ঠিত হবে।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও লেখক জুলফিকার মতিন, কবি ও গবেষক ড. অনীক মাহমুদ, কবি আবদুর রশিদ চৌধুরী।

আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক, হাসান আকতার, ড. মাহজুফুর রহমান আখন্দ, ড. ফজলুল হক তুহিন, ড. মাসুমা খাতুনসহ দেশের প্রখ্যাত লেখক ও কবিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দেশের বিশিষ্ট নাট্যকার মোস্তফা আব্দুর রব।

অনুষ্ঠানে অর্নিবাণ পত্রিকার মোড়ক উন্মোচন করা হবে এবং আলোচনা সভা ও উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।