খুলনা: শিশুতোষ লেখক এম এ মাজেদ রচিত ‘আমার দেশের সবই ভালো’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘প্রেক্ষিত কাব্য ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুন্দরভাবে গড়ে তুলতে শিশু মনের উপযোগী গ্রন্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ‘আমার দেশের সবই ভালো’ কাব্য গ্রন্থটি সে ধরনের একটি শিশুতোষ ছড়ার বই। যা শিশুদের চরিত্র গঠন ও দেশাত্ববোধকে জাগিয়ে তুলবে।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি)’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান বিশ্বাস’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাখাওয়াৎ হোসেন ও বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ প্রফেসর বি. করিম।
আলোচনায় অংশগ্রহণ করেন সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর মো. আব্দুল মান্নান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মফস্বল সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী। স্বাগত বক্তব্য দেন বইটির লেখক এম এ মাজেদ।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
আইএ