বাগেরহাটের রামপালের ছোট্ট এক নিভৃত গ্রাম শ্রীফলতলা। প্রতি বছর এই গ্রামে জ্ঞান মেলার আয়োজন হয়, তাই গ্রামটি ‘জ্ঞান গ্রাম’ বলে পরিচিত।
শিল্পী রফিকুন নবী-র নেতৃত্বে দুদিনের এই আর্ট ক্যাম্পে তার সঙ্গে আরও যোগ দিয়েছেন, শিল্পী শামসুদ্দোহা, মোস্তাফিজুল হক, নীসার হোসেন, শিশির ভট্টাচার্য, শেখ আফজাল, সমীর দত্ত, বিমানেশ চন্দ্র, তরিকুল ইসলাম ও সিলভিয়া নাজনীন।
সকালে শিল্পী রনবী সূচনা করলেন একটি বাঘের ছবি এঁকে। তুলির আঁচড়ে মাত্র সাত মিনিটে এঁকে দিলেন এক ঐতিহাসিক সাক্ষীগাঁথা।
শিল্পীর কাছে জানতে চাইলাম, নবী ভাই, কী ভাবনা এখানে? উত্তর দিলেন স্বভাবসুলভ রসিকতায়- আরে শোন, আসছি সুন্দরবনের কাছে জ্ঞানের গ্রামে, বাঘের রূপ দেখবা না? সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। টাইগারদের ক্রিকেট খেলার এক অনুপম উৎসাহের শক্তি ছড়িয়ে গেল শ্রীফলতলা গ্রামে।
দিনভর ছবি আঁকা, মাছ ধরা আর আড্ডা। সন্ধ্যায় ঢাকা শহরে খেলতে থাকা টাইগারদের উজ্জিবনী আলোকশিখা যেন বাঘের ললাটেই উদ্ভাসিত হলো।
শ্রীফলতলা গ্রামে আজ বইছে বাংলাদেশের আনন্দের ঢেউ। এই গ্রামেই এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এখানে আঁকা রনবী-র বাংলা বাঘের ক্রিকেট জয় হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এমজেএফ