ঘুড়ি
___________________________________
উড়ছে ঘুড়ি, নাচছে মানুষ,
কাঁপছে সুতো, দুলছে নাটাই
ছাড়ছে সুতো, উঠছে ঘুড়ি,
উর্ধ্বশ্বাসে উর্ধ্বপানে
নাচছে ঘুড়ি আনন্দেতে তালে তালে
চাইছে ছুঁতে আকাশটাকে?
নাচছে মানুষ, হাসছে মানুষ,
নাটাই হাতে সেই খুশিতে
হঠাৎ করেই গেল কেটে, ঘুড়ির সুতো,
ঘুরছে ঘুড়ি ভীষণ জোরে, বেহাল হয়ে
সুতো কাঁপছে, নাটাই দুলছে...
নামছে ঘুড়ি ধীরে ধীরে, নিম্নপানে
গোত্তা খেয়ে পড়ল ঘুড়ি টিনের চালে
নাটাই হাতে অবাক মানুষ
তাকিয়ে আছে ঘুড়ির দিকে
অবাক মানুষ ভাবছে বসে, একা একা—
ছিঁড়ল কে এই ঘুড়ির সুতো?
পথ চলা
___________________________________
পৃথিবীতে এসেছি অনেক দিন
হাঁটছি পৃথিবীর বুকে, তাও অনেক দিন
জীবনের গল্প ফুরিয়ে এসেছে, বুঝতে পারি
বুঝতে পারি না শুধু গল্পের শেষটা
হাঁটছি, না হাঁটছি না, দৌড়াচ্ছি,
দৌড়াচ্ছি, শুধু দৌড়াচ্ছি
অনুভব করছি প্রতিনিয়ত
সময়ের তপ্ত নিশ্বাস, পিঠের ওপর
বলছে, ‘সময় নেই’ ‘সময় নেই’
ছুটছি, আরও জোরে ছুটছি
মার খাওয়া কুকুরের মতো
লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, শুধু ছুটে চলা
দিকভ্রান্তের মতো, এই পৃথিবীতে
পায়ের নিচে তপ্ত পথ
মাথার উপর মধ্যদুপুর
গলে পড়ছে মগজ, মেখে যাচ্ছে শরীরে
চিৎকার করছে পিপাসার্ত হৎপিণ্ড—
‘পানি’ ‘পানি’ ‘পানি’
সময় নেই শুনবার, কোনও ক্রন্দন
দৌড়াও, আরও জোরে দৌড়াও,
কে যেন বলে সারাক্ষণ
ফিঁসফিঁসিয়ে কানের কাছে
রক্তাক্ত—ক্লান্ত—বিধ্বস্ত আমি
পৃথিবীর বুকে ছুটতে ছুটতে
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ৫, ২০১৫
শিল্প-সাহিত্য
দুটি কবিতা | মহসিনা লাকি
কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।