গল্পঘোর
___________________________________
প্রেমের হাওয়ায় কোনও ব্যাকরণ থাকে না বলে—একটা গল্প একা একাই বিভ্রমের দিকে হেঁটে চলে। সেই গল্পেরও একটা শরীর আছে।
স্মৃতিযাত্রা
___________________________________
ঝড়ো হাওয়ার ইঙ্গিতে ছদ্মবেশী ধুলোরাও
প্রকাশিত খুব। সুতরাং ধুলো হয়েই
বেঁচে থাকুক স্মৃতি—যে স্মৃতির ভেতর
নতজানু তৃষ্ণার জল—তারও পরে অন্ধকারে—গভীর অতল
আগামী শীতে হাজারও বারণ থাকবে
তবুও কিছুটা স্মৃতিচারণ
পাতায় সাজিয়ে না হয় পাঠিয়ে দেব
শুদ্ধতার কেন্দ্র বরাবর
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ৯, ২০১৫