ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুটি কবিতা | শিবলী শাহেদ

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ৯, ২০১৫
দুটি কবিতা | শিবলী শাহেদ

গল্পঘোর
___________________________________

প্রেমের হাওয়ায় কোনও ব্যাকরণ থাকে না বলে—একটা গল্প একা একাই বিভ্রমের দিকে হেঁটে চলে। সেই গল্পেরও একটা শরীর আছে।

শরীরে জলজ ঘোর। এই ঘোর ঢাকতে গিয়েই ভোর হয়ে যায় আলিফ লায়লার


স্মৃতিযাত্রা
___________________________________

      ঝড়ো হাওয়ার ইঙ্গিতে ছদ্মবেশী ধুলোরাও
      প্রকাশিত খুব। সুতরাং ধুলো হয়েই
      বেঁচে থাকুক স্মৃতি—যে স্মৃতির ভেতর
      নতজানু তৃষ্ণার জল—তারও পরে অন্ধকারে—গভীর অতল

      আগামী শীতে হাজারও বারণ থাকবে
      তবুও কিছুটা স্মৃতিচারণ
      পাতায় সাজিয়ে না হয় পাঠিয়ে দেব
      শুদ্ধতার কেন্দ্র বরাবর



বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।