ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

একটি অচল আধুলির রেজিস্ট্রেশন | প্রজ্ঞা মৌসুমী

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মে ১১, ২০১৫
একটি অচল আধুলির রেজিস্ট্রেশন | প্রজ্ঞা মৌসুমী

      এখন ভালোবাসা মানে নৈর্ব্যক্তিক প্রশ্ন
      এক ও একমাত্র বলে কিছু নেই
      আছে একাধিক রোমাঞ্চকর বোঝাপড়া;
      অতঃপর স্তবপাঠ শেষে
     
      তীব্র আত্নবিশ্বাসে নির্দিষ্ট বৃত্ত ভরাট!
      আমিও ছেড়ে দিতে শিখে গেছি
      শিখে গেছি—
     
      ছেড়ে দেয়া আর ছেড়ে যাওয়ার মধ্যস্থিত বিভেদ...
     
      শুধু এক অদ্ভুত খ্যাপার হাতের রেখায়
     
      থেমে আছে গোপন শব্দজট;
      বিপরীত আলোছায়ায় কাঁটাছেড়ার গোলকধাঁধা
     
      থমকে দেখে—মধ্যরাতের অক্ষর,
      কোন এক জ্যামিতি বক্স থেকে
      উপুড় হয়ে আছে আধফোঁটা মহুয়ার ঘ্রাণ...
     
      একদিন মাদকতা আর পাগলামির
      অনির্দিষ্ট বৃত্তের গভীরে ঝাঁপ দিয়েছিল ভূমধ্যসাগর;
      হয়ত একেই বলে বৈদ্যুতিক গোলযোগ
      হয়ত এই সেই কিংবদন্তি উপসর্গ তৎসম ভালোবাসার!
      
      সিটি কর্পোরেশনের দিনরাত্রিতে
      দুর্লভ কিছু থাকে যেমন হাওয়াই মিঠাই,
      খুঁজতে খুঁজতে গাঢ় অস্থিরতা
      হয়ে ওঠে এক ও একমাত্র অচল আধুলি
      যাকে পেছনে ফেলে
     
      চলে গেল
     
      আধুনিক ফুলদানি এবং ফুলের উৎসব



বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।