ঢাকা: রাজনৈতিক সংঘাত না থাকায় বাংলাদেশে এবার এসে খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কিংবদন্তি কথাসাহিত্যিক সমরেশ মজুমদার।
সোমবার (১১ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আবিষ্কার প্রকাশনীর নির্বাচিত ১৫টি বইয়ের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন তিনি।
এ সময় বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় সমরেশ মজুমদার বলেন, বাংলাদেশে কতোবার এসেছি তার হিসাব নেই। তবে সববারের চেয়ে এবারের পরিবেশ শান্ত। কোনো রাজনৈতিক সংঘাত নেই। তাই খুব ভালো লাগছে।
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। ইতোমধ্যে কয়েকজনের রায় কার্যকর হয়েছে। বাংলাদেশের বন্ধু হিসেবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা বাংলাদেশের নিজস্ব বিষয়। এ বিষয়ে আমার কিছু বলাটা ঠিক হবে না।
বিকেল সাড়ে ৫টায় আবিষ্কার প্রকাশনীর নির্বাচিত ১৫টি বইয়ের এ প্রকাশনা উৎসব শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক মঞ্জুরুল ইসলাম, শাহিদা বেগম, কবি হাসান হাফিজ। সমরেশ মজুমদারের বক্তৃতা দেওয়ার কথা থাকলেও শরীর খারাপ থাকায় তিনি শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নেন।
প্রকাশনা উৎসবে আরও বক্তব্য রাখেন রকিব হাসান, শাহ আবদুল মজিদ, মো. শহিদুল্লাহ, আবদুল মান্নান শিকদার প্রমুখ।
সমরেশ মজুমদার গত বৃহস্পতিবার (০৮ মে) বাংলাদেশে আসেন। আগামীকাল মঙ্গলবার (১২ মে) তার পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ১১, ২০১৫
এসএস/আরএম