ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের জীবনাবসান

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৫
সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের জীবনাবসান

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য(৬৫) আর নেই।

মঙ্গলবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ঢাকুরিয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

রাতে বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

সুচিত্রা ভট্টাচার্যের মেয়ে এবং জামাই কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। ঢাকুরিয়ার বাড়িতে থাকেন তার স্বামী এবং ভাই। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আত্মীয় এবং শুভানুধ্যায়ীরা ছুটে যান ঢাকুরিয়ার বাড়িতে। শোকের ছায়া নেমে এসেছে সাহিত্য এবং সংস্কৃতি জগতে।

১৯৫০ সালে বিহারের ভাগলপুরে জন্ম লেখিকার। লিখেছেন অজস্র উপন্যাস ও ছোট গল্প। তার লেখা বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে কাছের মানুষ, কাচের দেওয়াল, হেমন্তের পাখি, অলীক সুখ উল্লেখযোগ্য। এর মধ্যে বেশ কয়েকটি নিয়ে পরবর্তীকালে সিনেমাও হয়েছে। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র মিতিন মাসি অত্যন্ত জনপ্রিয়। সাহিত্য জীবনে বহু পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৯৬ সালে জাতীয় পুরস্কার, ১৯৯৭ সালে কথা পুরস্কার, ২০০০ সালে তারাশঙ্কর পুরস্কার উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা,  মে ১৩,  ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।