যখন বলি গঙ্গা আমারও
পূতপবিত্র হতে চাই গঙ্গা জলে
তোমরা বলো- চুক্তির বাইরে কথা নেই
অথচ জল নেই বলে
উত্তরবঙ্গের খাঁখাঁ ভাব কাটছে না
পানিশূন্য পদ্মা
আমরা যখন তিস্তার জল চাই
কানসাটে মিছিল হয়
তোমরা আত্রাইয়ের কথা বলে
তিস্তাকে আড়াল করো
বরাক নদীর উপর বাঁধ দিয়ে
পানি সরাও অন্য কোথাও
বিরানভূমিতে পরিণত হয়
আমাদের সুরমা-কুশিয়ারা
জলের কথা বললেই
দিদির মন ভার
দাদা বলেন
সামনে সুদিন আসছে
কেবলই সুদিন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসএস/
শিল্প-সাহিত্য
জল তুমি কার! | আবদুল মান্নান
কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।