লোক কবি ও সংগীতশিল্পী উকিল মুন্সীর জীবন এবং কাজ নিয়ে ‘ঐতিহ্য’ প্রকাশ করেছে ওয়াহিদ সুজনের গবেষণামূলক বই ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’।
উকিল মুন্সীর চিহ্ন ধরে, দক্ষিণ হাওয়ার দেশে, উকিল মুন্সীর রসিক বন্ধু, নেত্রকোণার জলধারা, অনন্ত বিরহে উকিল মুন্সী, উকিল ও কামালের ‘নাইওর’ তর্ক, আর কতকাল বিদেশ রবে উকিল এবং মধ্যাহ্নের উকিল মুন্সী’ শীর্ষক কয়েকটি পরিচ্ছেদে উকিল মুন্সীর জীবন ও কাজের বর্ণনা করেছেন লেখক।
বইটির ভূমিকা লিখেছেন ফরহাদ মজহার। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
১১০ দশ পৃষ্ঠার এ বইটির দাম ২০০ টাকা। ঢাকা ও ঢাকার বাইরের অভিজাত বইয়ের দোকানগুলোতে বইটি পাওয়া যাবে। এছাড়া অনলাইনে বই বিক্রিকারী প্রতিষ্ঠান রকমারী.কম থেকে অর্ডার দিয়েও বইটি সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫