লবণ প্রেম
___________________________________
প্রেম কেবলই আবেগ
কিছুটা উচ্ছ্বাস
নারীর কাছে নতজানু এক পুরুষ
বেদনার বালুচর
কেবল সবটুকু দেয়
নেয় মাত্র সামান্যই
এক চিমটি লবণের মতোই।
হয় হয় ভয় ভয়
___________________________________
এই শহরটা
আমার সামনে থেকে সরিয়ে নাও
যানজটময়, ধূলিময়
মানুষ আর যান চলাচলের অনুপযোগী
এই নগরীর পর্দাটা
আমি আর দেখতে চাই না
ওই নদীটা
আমার চোখের সামনে থেকে
দূরে কোথাও সরিয়ে দাও
আবর্জনার স্তূপে ঢাকা
এই নদীটাকে আমি আর দেখতে চাই না
ময়লা আবর্জনাময় এই নগরী
সতীনের সংসারের মতোই জঞ্জালময়
হয়ে উঠেছে
যানজট আর নোংরা জলাবদ্ধতার কারণে
বাতিল হয়ে গেছে
ওপাড়ার দাশবাবুর জামাইষষ্ঠী
পিছিয়ে গেছে
টিনু শেখের মেয়ের বিবাহের দিনতারিখ
এখন বিয়েটাই বাতিল হয় হয়
রাতবিরাতে চলতে নগরীটা ভয় ভয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২০, ২০১৫।