নারী ও মুদ্রা
___________________________________
সোডিয়াম আলো মাড়িয়ে কৌমুদিনীরা ঘরে ফিরে যায়
জীবনকে বর্ণময় করতে পুরুষেরাও ছোটে
ভাঙতি মুদ্রা ফিরে অসংখ্য উত্তেজনা সহে
গৃহী মুদ্রা বন্দী ভবঘুরে মুদ্রা হয়ত অন্নের খোঁজে হাঁটছে
মুদ্রা কখনো ঘুমায় না
তবু অসংখ্যজন তার বুকে আঁকে স্বপ্ন
সবাই ঘুমায় নগর ঝিমায়
তবু জেগে থাকে অসুস্থ টোকাইয়ের গোঙানি
আর অসংখ্যজনের অনিশ্চিত ভবিষ্যৎ
ঘুমে ঢুলুঢুলু ট্রাক হেলপার পার হয় শাহবাগ
ভাঙ্গাচোরা রিক্সা আর ততধিক ভাঙাচোরা
মানুষদের দিকে তাকিয়ে থাকে নজরুলের পোট্রেট
কবি জগদ্দল পাথরে চাপা পড়েছে
আমার লক্ষ সহোদর সহোদরা
তবু আমরা বলি ‘চির উন্নত মম শির’
এ যেন দুর্বোধ্য গান ক্লান্ত অবুঝ পাখির
মৃতের রাজ্যে
___________________________________
টুপ করে হঠাৎ মৃতদের রাজ্যে চলে যাই
কত নির্ভাবনা—ক্ষুধা নেই, দুঃখ নেই
পরম অভিভাবকের সামনে নিদ্রাকাতর শিশু
মনে মনে রোমাঞ্চিত হই
একটু পরেই এমনসব মানুষদের দেখা পাব
যারা পৃথিবীতে আমাকে ভালোবাসত
যাদের মৃত্যুর অমীমাংসিত প্রশ্ন
আমাকে অনেক ভাবিয়েছে
আনন্দের শিহরণ সর্বাঙ্গে বোধে
একটু পরেই আমরা খুলে বসব
পৃথিবীযাপনের স্মৃতিডালা
দীর্ঘ আড্ডায় জেনে নেব
আনন্দ বেদনা আর জীবনের বাঁক পরিবর্তন
আজকে শুনতে পারব পূর্ণ অস্তিত্বের গান
টুপ করে হঠাৎ মৃতদের রাজ্যে চলে যাই
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
শিল্প-সাহিত্য
জোড়া কবিতা | মোহন্ত কাবেরী
কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।