ঢাকা: জাতীয় ও স্থানীয়ভাবে সাধারণ জনতার অর্জনগুলো ক্ষমতাবান ও পদধারীরা ছিনতাই করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
শনিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বক্তার আলোচনায় রবীন্দ্রনাথের ‘জুতা আবিষ্কার’ কবিতার উদাহরণ টেনে তিনি বলেন, মোসাহেব রবীন্দ্রনাথের যুগেও ছিল, এ যুগেও আছে। সাধারণ জনগণ দিনরাত খেটে, স্বজনদের রেখে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে দেশকে সামনে এগিয়ে নিচ্ছে। আর তার কৃতিত্ব নিচ্ছে ক্ষমতাবান ও মোসাহেবরা।
এ সময় রবীন্দ্রনাথের জীবন ও কর্মের ওপর বিশদ আলোচনা করেন তিনি।
‘রবীন্দ্র স্মরণ’ অনুষ্ঠানটির আয়োজন করে ‘স্রোত আবৃত্তি সংসদ’। অনুষ্ঠানে ‘গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবানে’ শীর্ষক রবীন্দ্রনাথের ‘হিং টিং ছট’ ও ‘জুতা আবিষ্কার’ কবিতা দু’টির যুথবদ্ধ পরিবেশনা হয়। গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন মাহ্ফুজ রিজভী।
এতে বাংলার লোক সংস্কৃতি নিয়ে রবীন্দ্রভাবনা প্রয়োগের চেষ্টা করা হয়। শব্দের উচ্চারণ শৈলী ও কণ্ঠের প্রয়োগে কবিগান ও পাঁচালির সুর ব্যবহৃত হয়। মঞ্চসজ্জা, পোশাক ও পরিবেশনায় পালাগান এবং কিছুটা ধ্রুপদীয় গুরুগম্ভীর আবহ সৃষ্টি করা হয়।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ গীতিনাট্য থেকে দু’টি গান পরিবেশন করেন শিল্পী মামুন জাহিদ খান।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
এসএ/আরএম