ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঈদ-উল-আযহায়—

তুরি পাড়ার ধাঁধার আসরে | সালেক খোকন

আদিবাসি সংস্কৃতি ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
তুরি পাড়ার ধাঁধার আসরে | সালেক খোকন ছবি : লেখক

দিনাজপুরের লোহাডাঙ্গায় মানুষের ঢল নেমেছে। নানা সাজ-পোশাকে, নানা ঢঙের মানুষ।

প্রতি ভাদ্রের পূর্ণিমা তিথির পরদিন এ রকমই ঢল নামে এখানে। লোহাডাঙ্গায় মূলত তুরি আদিবাসিদের বাস। ভাদ্রের পূর্ণিমা তিথিতে তুরিরা ধুমধামের সঙ্গে আয়োজন করে মনসা পূঁজার। দেবী মনসা তুরিদের কাছে বিষহরী। মনসা তাদের কাছে জিন্দা দেবতা। বিষহরী পূঁজার পরদিন বিকেলে এখানে আয়োজন চলে ‘তুমরি’ খেলার। তুমরি মানে আদিবাসিদের প্রাচীন তন্ত্রমন্ত্র খেলা। আশেপাশের উপজেলা থেকে নামকরা সব ওঝারা অংশ নেন এ খেলায়। ওইদিন রাতেই তুরিগ্রামে চলে নাচ-গান আর ধাঁধার আসর। একইসঙ্গে প্রিয় পানীয় হাড়িয়া আর চুয়ানি বাড়িয়ে দেয় আদিবাসিদের আনন্দকে।

ধাঁধা লোকসাহিত্যের প্রচীন এক শাখা। ‘ধন্দ’ শব্দ থেকে ধাঁধা শব্দটির উৎপত্তি। যার অর্থ দাঁড়ায় সংশয় বা দুরূহ সমস্যা। এটি মূলত একটি জিজ্ঞাসা। মূল বিষয়কে আড়াল করে শব্দের জাল বুনে তা করা হয়ে থাকে। ফলে উত্তরদাতাকে চিন্তা করে বা মাথা ঘামিয়ে উত্তর দিতে হয়।

সাঁওতাল, ওঁরাও, কড়া, ভুনজার—নানা আদিবাসিদের ভাষা জাতিভেদে ভিন্ন হলেও প্রায় সবাই কথা বলে সাদরী ভাষায়। ফলে এক জাতির লোক অপর জাতির সঙ্গে কথা বলতে পারে সাবলীলভাবেই।

এ গ্রামের তুরি গোত্রের মাহাতো বা গোত্র প্রধান লবানু শিং। নিয়ম মেনে এরা পুরুষদের নামের শেষে ‘শিং’ এবং মহিলাদের নামের শেষে ‘বালা’ বা ‘দেবী’ পদবি হিসেবে ব্যবহার করে। লবানুর বাড়ির উঠানে মাদুর বিছিয়ে আয়োজন চলছে গান-নাচ আর ধাঁধার আসরের। তুরিদের আমন্ত্রণে অন্যান্য সম্প্রদায়ের মাহাতো ও বেশকিছু  বয়োজ্যেষ্ঠও এসেছেন এই আনন্দ আসরে।

আমরা বসে পড়ি উঠানের এক কোণে। টুংটাং শব্দে বাজা মাদল আর ঢোল হঠাৎই যেন প্রাণ পেয়ে যায়। দরদী কণ্ঠে বিষহরীর গান ধরেন লবানু শিং :
‘সাইয়া পাড়া লোক দূর্গা
মোর বাজে গাইয়ো গো
সাদ গুরু বান্দা মাইগে
জয়া বিষহরী...। ’
বিষহরীর গান শেষে খিরোবালা ধরেন কারমা পূঁজার গান। ভাদ্র মাসে যখন চারদিকে কাশফুল ফোটে তখন শ্বশুরবাড়িতে থাকা মেয়েদের মনে আনন্দের ঢেউ ওঠে। মেয়েরা অপেক্ষার প্রহর গুনতে থাকে, কবে তাদের বাবা বা ভাই আসবে কারমা পূঁজায় তাদের নিয়ে যেতে। তুরি ভাষায় খিরোবালার গানটি :
‘কাশি ফুলা ফুটেই গেলে
আসা মরা লাগি গেলে
ভাইয়া বাপা লেগেল আতে বেটিক
কারমা পূজাকে রাতে...। ’

খিরোবালার গান থামতেই সবাই চুপ হয়ে যান। কড়া আদিবাসিদের প্রধান বা মাহাতো জগেন কড়া একটি ‘ভান্তা’ বলার ইচ্ছা প্রকাশ করেন। ধাঁধাকে কড়া ভাষায় বলে ভান্তা। কড়া ভাষায় ধাঁধাটি :
‘ঘার হতো দুয়ার নাকলো’
যার ভাবর্থ হলো : ঘর আছে দুয়ার নাই
উত্তরে তুরি গোত্রের লবানু ‘ডিমা’ (অর্থ: ডিম) বলে চেঁচিয়ে ওঠেন। বিজয়ের আনন্দে তুরিদের মধ্যে হৈ-হৈ রব ওঠে।

একপাশ থেকে সেড়তি কড়া বললেন :
‘দাশটা মারত রাগদেলকে, দুটা মারত পাকারকে মারকে। ’
এর উত্তর বলতে পারলেন না কেউ। সবাই চুপ।

কেউ না পারায় সেড়তির মুখে বিজয়ীর হাসি ফুটে উঠল। হাসতে হাসতেই উত্তর দিলেন তিনি : ‘ঢিলা বাছা। ’ মানে উকুন আনা-দুই হাতের দশ আঙুল থাকলেও উকুন মারা হয় দুই আঙুল দিয়ে।

নিপেন টিগ্গা এসেছেন বহবলদিঘী থেকে। ওঁরাও গোত্রের প্রধান বা মাহাতো তিনি। ধাঁধার টানে কিছুটা নড়েচড়ে বসেন। অতঃপর আসরে ছুঁড়ে দেন একটি ধাঁধা :
‘হাত হায়তো গড় নেখে
খেঁচা হায়তো মুড়া নেখে
আবেদিনকে আগে দানে পালে, গিলকে খাত্রলা। ’
যার ভাবার্থ: হাত আছে গলা নাই। শরীর আছে মাথা নাই। সামনে যদি মানুষ পায়, অমনি ধরে গিলে খায়।

নিপেনের ধাঁধায় সবাই নিশ্চুপ। কেউ কেউ মাখা কচলাচ্ছেন। তবুও যেন উত্তর বের হচ্ছে না। আগত ওঁরাওদের মুখে বিজয়ের হাসি। মুচকি হেসে নিপেন ধাঁধার উত্তরে বলেন, ‘জামা। ’

রাত বাড়তে থাকে। একই সঙ্গে জমে ওঠে ধাঁধার আসর। মাঝেমধ্যেই চুয়ানি আর হাঁড়িয়া খেয়ে চাঙ্গা হয়ে নিচ্ছে সবাই। সাঁওতাল গোত্রের বাঠু সরেনের মুখে এবার ধাঁধা ফোটে :
‘সিংহো রাপারাপা
নুউমি রাপারাপা
আসুন্ধি লেইমে কুদুম কুড়ি। ’
যার ভাবার্থ: দিনে পাখা খোলা, রাতেও পাখা খোলা।

সবাই একেবারে চুপচাপ। পাশ থেকে নিপেন টিগ্গা বলে ওঠে ‘বাকাডুলি। ’ বিজয়ের আনন্দে সবাই হৈ- হুল্লোড় করতে থাকে। আমরা এর অর্থ বুঝে উঠতে পারলাম না। পাশে বসা এক আদিবাসি বললেন, এর অর্থ ‘ফড়িং। ’

এবার কড়া সম্প্রদায়ের সুনিয়া কড়া বললেন আরেকটি ধাঁধা :
‘ভুরুত পাংখি, একজন ডুবেলকে দুজন সাক্ষী। ’

সঙ্গে সঙ্গেই উত্তর দেন লবানু শিং। এটি হচ্ছে সেচ দেওয়ার জন্য টিনজাতীয় বালতি বিশেষের দুদিকে দড়ি বেঁধে দুজন টেনে ধরা অর্থাৎ ‘সেচ দেওয়া। ’

ধাঁধার ফাঁকে খিরোবালা পূজার গান ধরেন :
‘করম ডাল, করম ডাল
চল শ্বশুরালয়ে
ভাদ্র মাসে বিয়া হতে গো
আনে ঘুরায়ে। ’

গান শেষেই ওঁরাও গোত্রের নিপেন বলেন আরেকটি ধাঁধা :
‘সাননি  বা  আকি কিচড়ি কুড়ি
কোহা পারদি হোলে লাংটা মানি। ’
এর ভাবার্থ: ছোটকালে কাপড় পরে,বড় হলে নেংটা ধরে।
নিপেন এবার হেরে যান। বাঠু সরেন বিজয়ী মুখে উত্তর দেন। এটি হচ্ছে ‘বাঁশ। ’

নিপেন কিছুটা রাগান্বিত। দেরি না করে সঙ্গে সঙ্গেই সে ছুঁড়ে দেন আরেকটি ধাঁধা :
‘অন্টে খুঁটা আটটা চাল’
এর ভাবার্থ: একটি খুঁটি আটটি চাল।

সবাই এবার চুপ। হাসতে হাসতে নিপেন উত্তরে বলেন, ‘ছাতা। ’

কড়া গোত্রের জগেন কড়া বলেন আরেকটি  ধাঁধা :
‘রামার বেটি
খোলে পেটি।
বিনা কদারে খুঁড়েলকি মাটি। ’

হাত উঠিয়ে সঙ্গে সঙ্গেই উত্তর দেন তুরি সম্প্রদায়ের লবানুর ভাই সবানু শিং। এর অর্থ হলো: ‘শূকরের মুখ দিয়ে মাটি খোঁড়া। ’

শঙ্কর টিগ্গা বসে ছিলেন কিছুটা গোমরা মুখে। ওঁরাও গোত্রের এক সময়কার মাহাতো বা গোত্র প্রধান ছিলেন তিনি। বয়সের ভারে শরীর যেন নুয়ে পড়েছে তার। কাশি দিয়ে গলাটা ঠিক করে নিলেন। এরপর সবার উদ্দেশ্যে ছুড়ে দিলেন একটি ওঁরাও ধাঁধা :
‘শুইলে কা আলি
খাইলে বারয়ি। ’
এর ভাবার্থ : সোজা যায়, সোজা আসে।

এবার ধাঁধার উত্তর দেন তুরি গোত্রের খিরোবালা। হাসিমুখে বলেন, এটি হচ্ছে ‘খাননে’ অর্থাৎ ‘চোখ। ’

কড়া সম্প্রদায়ের সুনিয়া কড়া আয়েস করে চুয়ানি খাচ্ছেন। খেতে খেতে তিনি বলেন কড়াদের একটি ধাঁধা :
‘তয় রাহামে খালমে
হাম রাহাবো ডালমে
এক সাঙ্গে দেখা হতো মরণ কালমে। ’
সুনিয়ার ধাঁধা শুনে সবাই মুচকি হাসেন। কিন্তু উত্তর দিতে পারেন না কেউ। হাসতে হাসতে তিনি বলেন এর অর্থ: ‘মাছের তরকারি অর্থাৎ মাছ আর মরিচের দেখা হয় রান্নার সময়। ’

সঙ্গে সঙ্গেই আরেকটি ধাঁধা বলেন তিনি :
‘কাটা উপার কাংনা
ঝলেক রাহে আংনা। ’
এর ভাবার্থ : কাঁটার ওপর আগুন জ্বলে, চারদিক আলোকিত করে।
এবারে শঙ্কর টিগ্গা উত্তরে বলেন ‘দিয়া। ’ অর্থ ‘প্রদীপ। ’

ধাঁধার পরে ধাঁধা চলে, আমরা চলি ফিরতি পথে। নিস্তব্ধ রাতে বেজে চলে আদিবাসিদের ঢোল-মাদলের বাদ্যি।



বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।