ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

জোড়া কবিতা | আহমেদ শরীফ শুভ

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জোড়া কবিতা | আহমেদ শরীফ শুভ

অনুধ্যান

অতিথি পাখিরা শুধু শীতের  শুরুতে আসে

ঘাসের কবিতা আর ফড়িংয়ের গান নিয়ে
বাকিটা সময় জুড়ে ছাইচাপা দেয় মেয়ে উনুনের তাপ
নক্ষত্রবিহার শেষে কখনোবা ভোর আসে
অভিমান আনচান শিয়রের উপাধান জেগে হয় আধভেজা
কখন আসবে তবে পাখি পরিযান!

প্রকৃতির প্রস্তুতি এখনো যে বহু বাকি
অতিথি পাখির দল তাই থাকে নিশ্চল নিজভূমে
সারারাত ধূপ জ্বেলে
জোৎস্না ঘুমিয়ে পড়ে বনবাসী ফুলে।


বৃষ্টিমুখি

কিশোর বেলায় মফস্বলের টিনের চালে
যেমন করে ঝমঝমিয়ে গান শোনাতো আষাঢ় শ্রাবণ
এই শহরে তেমন করে বৃষ্টি এলে
আজো ভাবি তোমার কথা
 
আকাশ যখন ডাক দিয়ে যায়
সেই নদীটি আজো কি হয় স্রোতস্বিনী আগের মতো?
মেঘ-নিনাদের ছন্দে মাতাল অন্য কোনো বন্য যুবক
সোঁদা মাটির গন্ধ শুঁকে তেমন করে বৃক্ষরোপণ নেশায় মাতে?
 
বাইরে যখন বৃষ্টিমুখর
তুমি তখন বন্ধ ঘরে অন্ধ মানুষ একটুখানি স্পর্শকামী
নদীর বুকে বান ডাকিয়ে
দক্ষ মাঝির পক্ষ নিয়ে অপেক্ষাতে রাত্রি জাগো
আজো তেমন?
 
এই শহরে এমন করে বৃষ্টি ঝরে ঠিক যখনি
আমি তখন জলের নেশায় মগ্ন চাতক
নদীর কথা ভাবতে থাকি দাঁড় বেয়ে যাই দাঁড় বেয়ে যাই স্বপ্নচারী
 
বৃষ্টি হলে তুমি কি হও আগের মতো স্রোতস্বিনী
ঊর্মিমালায় রাত বিরাতে ডুবিয়ে মারো দক্ষ মাঝি?


বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।