ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

শিল্প-সাহিত্য

ব্রততী-জয়তীর কবিতা-সংগীতময় সন্ধ্যা

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
ব্রততী-জয়তীর কবিতা-সংগীতময় সন্ধ্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একদিকে রবীন্দ্র ও আধুনিক গানের ডালি নিয়ে জয়তী চক্রবর্তী; অন্যদিকে বিভিন্ন কবির কবিতা নিয়ে ব্রততী বন্দ্যোপাধ্যায়- এক সন্ধ্যায় এর চেয়ে বেশি আর কী লাগে!
 
সংগীত ও কবিতার প্রান্তরে যাদের হাঁটাচলা তাদের কাছে নাম দু’টি মোটেই অপরিচিত নয়। কাজেই ‘বিখ্যাত’, ‘জনপ্রিয়’ এই শব্দগুলো তাদের নামের আগে না বসালেও চলে!
 
বাঙালি সংস্কৃতির প্রাণরসে ঋদ্ধ বাংলা গান ও কবিতার ভেতর দিয়ে ভুবন দেখার প্রয়াসে ‘ডার্ড গ্রুপ’ শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘দুই পারের কানাকানি’ শীর্ষক এ সংগীত-কবিতা সন্ধ্যার আয়োজন করে।

রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) কমপ্লেক্সের অডিটরিয়ামে বসেছে এ গান-কবিতার হাট।
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।