ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ধাবমানের ৮শ’তম সাহিত্য বৈঠকে সেমিনার-কবিতাপাঠ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
ধাবমানের ৮শ’তম সাহিত্য বৈঠকে সেমিনার-কবিতাপাঠ

‘এক দুই তিন করে আটশো। এটি শুধুই কাল গোনা নয়- আমাদের পথ হাঁটার শিরোনামও।

আমন্ত্রণপত্রে এভাবেই লেখা হয়েছে। সাহিত্য সংগঠনটির নামই যখন ‘ধাবমান’, তখন এক দুই তিনে আটকে থাকার কথাও নয়। আগামী ১১ নভেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির ৮শ’তম সাহিত্য বৈঠক। ওইদিন বিকেল ৪টায় শহরের ডনচেম্বারে ফিলোসোফিয়া স্কুল মিলনায়তনে এ বৈঠক বসবে।

৮শ’তম বৈঠক উপলক্ষে অনুষ্ঠিত হবে সেমিনার- ‘ছোটকাগজের চিন্তার ব্যাপ্তি মোটেই ছোট নয়’। রহমান সিদ্দিকের সভাপতিত্বে এ সেমিনারে প্রবন্ধ পড়বেন হেনরী স্বপন এবং আলোচনা করবেন অনিকেত শামীম ও ফারুক ওয়াসিফ।  

দ্বিতীয় পর্বে কবিকণ্ঠে কবিতাপাঠ। কবিতা পড়বেন- আলফ্রেড খোকন, ওবায়েদ আকাশ, তুষার কবির, অচিন্ত্য চয়ন, আফরোজা সোমা, অমিত আশরাফ। এ পর্বে সভাপতিত্ব করবেন রনজিত কুমার।  

ধাবমান বলছে, সময়টা আমরা ঘোরের মধ্যে পার করে এসেছি। একটা শনাক্তকারী সংখ্যায় পৌঁছে কিছু একটা করতে চাওয়া। এসময় আপনাকে সঙ্গে চাই।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।