ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

টুনটুন বাউলে মাতোয়ারা আর্মি স্টেডিয়াম

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
টুনটুন বাউলে মাতোয়ারা আর্মি স্টেডিয়াম ছবি: রাজিন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাত পৌনে ৮টা।আর্মি স্টেডিয়াম জুড়ে পুরো নীরবতা। হঠাৎ মূল স্টেজে বেজে উঠল ‘বল স্বরূপ কোথায় আমার সাধের পিয়ারী’ আর ঠিক তখনই যেন পুরো আর্মি স্টেডিয়াম ফেটে পড়লো আনন্দ উল্লাসে।

আর্মি স্টেডিয়াম থেকে: রাত পৌনে ৮টা। আর্মি স্টেডিয়াম জুড়ে পুরো নীরবতা।

হঠাৎ মূল স্টেজে বেজে উঠল ‘বল স্বরূপ কোথায় আমার সাধের পিয়ারী’ আর ঠিক তখনই যেন পুরো আর্মি স্টেডিয়াম ফেটে পড়লো আনন্দ উল্লাসে।

টুনটুন বাউল গাইলেন ‘ঘরে ঘরে রূপের বাতি…জ্বলছে রে সদাই। ’ টুনটুন বাউলের মধু মাখা সুরে গান শুনে মাতোয়ারা স্টেডিয়াম।
একে একে তিনি গাইলেন ‘আদম বল রে তারে,……., মা মতি দয়াল শক্তি…….,তুমি দোকান তুমি দ্রব্য……।

তবে স্টেজ থেকে যখন কুষ্টিয়ার টুনটুন বাউল বলছিলেন হাতে আর সময় নেই। এখন সময় যাওয়ার। তখনও যেন নাছোড় গান প্রেমিকরা।
এরপর মঞ্চে আসলেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জানালেন ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলার কোটি মানুষের হৃদয়ে আজও লোক সংগীত মিশে আছে এবং থাকবে আজীবনকাল। এমনটি জানিয়ে বিদায় নিলেন স্টেজ থেকে। বললেন, আমিও আছি আপনাদের সাথে, আর থাকব পুরো সময় আনন্দ আর উল্লাসে।  

উল্লেখ্য, স্বাগতিক বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নেবেন ছয় দেশের সংগীতশিল্পীরা। প্রথম দিন একক কণ্ঠে গাইবেন বাংলাদেশের মমতাজ বেগম, আব্দুর রহমান বাউল ও পাকিস্তানের জাভেদ বশির। সমবেত পরিবেশনায় অংশ নিচ্ছেন যুক্তরাজ্যের সাইমন থ্যাকার্স, সাভারা কান্তি, ভারতের রাজু দাস বাউল ও বাংলাদেশের ফরিদা ইয়াসমিন।

** ঐতিহ্য আর আধুনিকতার মিশেল, মাতোয়ারা আর্মি স্টেডিয়াম

** ‘বাংলার হৃদয়ে মিশে আছে লোকসংগীত’

**শুরু হলো ৩ দিনব্যাপী লোকসংগীত উৎসব


বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসজে/পিএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।