ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

একদা নদী ছিলো | রুমী কবির  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
একদা নদী ছিলো | রুমী কবির   একদা নদী ছিলো | রুমী কবির  

নদী-মেঘলার বাংলাদেশে নদীগুলো আর নদী নেই,
নদীরা হারিয়েছে যৌবন, লাবণ্যের গভীরতা,
অকাল বার্ধক্যে হারিয়েছে খরস্রোতা ঢেউ,
অসংখ্য মাছেরা যে ঢেউয়ের ঘূর্ণিতে
একদা লাফিয়েছে দল বেঁধে
অথৈ নদীতে সেইসব চঞ্চল মাছেদের ছোটাছুটি
এখন শুধু যুগের হারিয়ে যাওয়া কিংবদন্তি।

নদী-মেঘলার বাংলাদেশে নদীগুলো আর নদী নেই,
হুম হুম ধ্বনি তুলে পালতোলা নৌকার সারিবদ্ধ বহর নেই,
মাঝির কণ্ঠে ভাটিয়ালী সুরের বুক ছেঁড়া আকুলতা নেই,
নদীরা পড়ে আছে সটান বুক চিতিয়ে নিঃসাড় ক্লান্তিতে,
পড়ে আছে শুধু হু হু করা ধু ধু বালুচর।
 
নদী মেঘলার এই দেশে একদা নদী ছিলো, আজ নেই,
মনের গভীরতার মতো জলের গভীরতা ছিলো, আজ নেই,
আজ আছে শুধু বর্ষায় ছুটে আসা বানের জোয়ার,
বুকের পাঁজর ভাঙার মতো পাড় ভাঙার হিংস্রতা,
আছে ভাসিয়ে নেওয়ার, ছিনিয়ে নেওয়ার ক্ষিপ্র তাণ্ডব,
আছে বানভাসি মানুষের গগণবিদারী চিৎকার।


 
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।