ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলাদেশ লোক-কারুশিল্প ফাউন্ডেশনের বোর্ডসভা

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
বাংলাদেশ লোক-কারুশিল্প ফাউন্ডেশনের বোর্ডসভা লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বোর্ডসভা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ১১৮তম বোর্ডসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লোক ও কারুশিল্প উন্নয়ন এবং তার বিস্তারের লক্ষ্যে বিবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে পরিচালনা বোর্ডের সভাপতি ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যেসব সিদ্ধান্তসমূহ গৃহিত হয় তার মধ্যে অন্যতম হলো- নীতিমালার আলোকে কারুপণ্য সংগ্রহ, লোক-কারুশিল্প সংক্রান্ত গবেষণা ও প্রকাশনা জোরদারকরণ, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন, ফাউন্ডেশনের বাজেট অনুমোদন প্রভৃতি।

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. আব্দুল মান্নান ইলিয়াস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক এনডিসিসহ পরিচালনা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।