মেলায় এরইমধ্যে অদ্বৈত মারুতের গল্পের বইগুলো ছোটদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে।
একসঙ্গে ৫টি শিশুতোষ গল্পের বই প্রসঙ্গে অদ্বৈত মারুত বলেন, আমাদের সোনামনিরা তো স্কুলের বইয়ের চাপে স্বপ্ন দেখা ভুলেই গেছে।
অদ্বৈত মারুতের পাঁচটি শিশুতোষ গল্পগ্রন্থ পাওয়া যাবে যেখানে-
‘ভূতু কুতু ও তুমি’ পাওয়া যাবে আলোঘর প্রকাশনীর স্টলে (২৭২-৭৩-৭৪)। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী রাজিব রায়। দাম ৮০ টাকা।
‘মেঘের মেয়ে বৃষ্টি’ পাওয়া যাবে কালান্তর স্টলে (শিশু চত্বর ৭৫৭-৫৮)। পৃষ্ঠায় পৃষ্ঠায় রঙিন ছবি। বইটির প্রচ্ছদ ও মজার মজার ছবি এঁকেছেন বিপ্লব চক্রবর্ত্তী। দাম ১৫০ টাকা।
‘হাসির ফেরিওয়ালা’ প্রকাশিত হয়েছে বইপুস্তক প্রকাশন থেকে (৭২৪)। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আলমগীর জুয়েল। দাম ১০০ টাকা।
‘নীলকুঠি পুকুর’ পাওয়া যাবে দেশ পাবলিকেশন্সের স্টলে (২৫৩-৫৪-৫৫)। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আলমগীর জুয়েল। দাম ১৫০ টাকা।
এ ছাড়া ‘টুটলু ও তার কুড়িয়ে পাওয়া বিড়ালছানা’ পাওয়া যাবে শিশু গ্রন্থকুটির স্টলে (শিশুচত্বর ৮০৭-০৮)। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শাহীনুর আলম শাহীন। দাম ১৮০ টাকা।