ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বরিশালে সংক্ষিপ্ত আয়োজনে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ৮, ২০২০
বরিশালে সংক্ষিপ্ত আয়োজনে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপিত

বরিশাল: করোনা পরিস্থিতির মধ্যেও বরিশাল নগরীতে সংক্ষিপ্ত আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। 

শুক্রবার (৮ মে) বেলা ১১টায় নগরীর বরিশাল কলেজ সংলগ্ন উদীচী কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে এ অনুষ্ঠান হয়। উদীচীর আয়োজনে এতে অংশ নেয় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, বরিশাল নাটক ও আবৃত্তি পরিষদ।

 

কবিগুরুর জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত এ অনুষ্ঠান প্রসঙ্গে উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। করোনা পরিস্থিতির কারণে এবার ব্যাপক আয়োজন করা যায়নি। তবে রবীন্দ্রনাথ ঠাকুর যে চির নতুনের ডাক দিয়েছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে সীমিত পরিসরে তার জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, আবৃত্তি পরিষদের সভাপতি আজমল হোসেন লাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বনাথ দাস মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ০৮, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।