শনিবার (১১ জুলাই) ফেসবুক লাইভের মাধ্যমে এ আয়োজনে অংশ নেন ওপার বাংলার শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্য ও এপার বাংলার মহাদেব ঘোষ। সঞ্চালনায় ছিলেন সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
আয়োজনটি প্রসঙ্গে বিশ্বজিৎ রায় বলেন, প্রতি শুক্র ও শনিবার বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের ফেসবুক লাইভের অনুষ্ঠান শুরু হচ্ছে। যতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, ততদিন পরিষদ শ্রোতাদের পাশে থেকে দায়িত্ব পালন করবে। আমরা মনে করি, এ সময় মানুষের মনোবল চাঙা রাখতে লাইভ অনুষ্ঠানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব রয়েছে।
অনুষ্ঠানে শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্য গেয়ে শোনান ‘জানি নাই গো সাধন তোমার’, ‘বঁধু তোমায় করব রাজা’, ‘আমি মারের সাগর পাড়ি’, ‘আমার নিশীথরাতের বাদলধারা’ ও ‘আমার ভাঙা পথের রাঙা ধূলায়’।
শিল্পী মহাদেব ঘোষ গেয়ে শোনান ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘আমায় থাকতে দে না আপন মনে’, ‘মন মোর মেঘের সঙ্গ’, ‘আজি প্রণমি তোমারে চলিব নাথ’ ও ‘তুই ফেলে এসেছিস কারে মন’।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
ডিএন/টিএ