দেখা হবে!
(সদ্য প্রয়াত বন্ধু আসিফ সাদেকের স্মরণে)
আমার যেন দায় পড়ে গিয়েছে শোক-গাথা লিখবার!
একজন একজন করে টুপটাপ ঝরে পড়ছে
সাথে নিয়ে এক টুকরো কলিজা আমার!
অথচ কেমন তারাভরা আকাশ হয়ে
ঝুলে ছিলাম আমরা!!
দু’রাত আগেও একসাথে উচ্ছ্বলতায় ভাসলাম খুব!
মাত্র দু’রাতের ব্যবধানে
এভাবে কেউ কি যায়! না যেতে আছে!
মাতৃসম হয়ে ওঠা কন্যারা, ভ্রাতৃসম বন্ধু সাজু আর
এলমা ভাবীকে ছেড়ে যাবার
কি এমন তাড়া ছিলো তোর আসিফ?!
সেদিনের ফাগুন মাসের এমন পুবালী হাওয়া
আর ঝিরঝিরে বৃষ্টি,
তবে কি তুই সাজিয়ে এনেছিলে!
আমাদের কান্না আর বৃষ্টি
একাকার হলে ঝরে পড়তে থাকলো
তোর বন্ধুতার পরশ লেগে থাকা
পুরাণ ঢাকা, শাহীন স্কুল, ঢাকা কলেজ,
কানাডা, লন্ডন আর নাম না জানা
তোর অচেনা-গোপন বন্দরগুলোতে!
যদি ভাবিস, খুব বেশি এগিয়ে গেলি-
তবে জেনে রাখ;
আমরাও ঠিক পেছনে তোর!
দেখা হবেই!!