সিডনি (অস্ট্রেলিয়া): বিদেশ বিভূঁইয়ে অষ্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাঙালি ও মুসলিম সম্প্রদায়ের লোকজন গত মঙ্গলবার পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে মিন্টোস্থ আল-ফয়সাল কলেজে এ জামাতের আয়োজন করা হয়।
নামাজে প্রায় সহস্রাধিক মুসল্লির উপস্থিতি মুসলিম ঐক্যের মহামিলনে পরিণত হয়।
একই দিনে বিভিন্ন সময়ে ক্যাম্বেলটাউন এলাকায় পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সেখানে সকাল ৮টা ৭ মিনিটে বিশাল দুটি হল কানায় কানায় পূর্ণ হওয়ার পর বারান্দায় অনেক মুসল্লি নামাজ আদায় করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক জহুরুল কাজী বলেন, এ ধরনের সমস্যা আমাদের প্রতিবছরই হয়, এই অসুবিধা নিরসনের জন্য আমরা ভীষণভাবে সজাগ।
তিনি বলেন, আমাদের সমস্ত প্রোগ্রামগুলো নিজস্ব সেন্টারে করা ছাড়া আর কোনো বিকল্প নাই। বর্তমানে কাউন্সিলের অনুমোদন সংক্রান্ত জটিলতাই এর প্রধান বাধা।
এই বাধা নিরসনের জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ঈদের নামাজে ঈমামতি করেন ড. মো. আবু উমর ফারুখ আহমদ।
নামাজে ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষ প্রার্থনা ও বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জামাত শেষে চিরাচরিত নিয়মানুযায়ী মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করেন।
সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন করায় সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ ইলিয়াস এলাকার মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪