ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া

সিডনিতে মুবসা’র সাংস্কৃতিক সন্ধ্যা

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
সিডনিতে মুবসা’র সাংস্কৃতিক সন্ধ্যা ছবি: সংগৃহীত

সিডনি (অস্ট্রেলিয়া): ম্যাকুরি ইউনিভার্সিটি অব বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-মুবসা’র দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে সম্প্রতি এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

মুবসা অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম প্রধান সংগঠন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন, কনসুল‍ জেনারেল অ্যান্থনি খুরি, হিউম্যান সাইন্স বিভাগের ডিন প্রফেসর জ্যানেট গ্রিলে, আর্টস ফ্যাকাল্টির অ্যাসোসিয়েট ডিন প্রফেসর নারেন চিত্তি, ল’ স্কুলের ডিন ড. সাখাওয়াত আলম প্রমুখ।

অনুষ্ঠানে ম্যাকুরি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ও অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের দুটি ব্যান্ড বিভিন্ন স্বাদের বাংলা গান শুনিয়ে দর্শকদের মাতিয়ে তুলে।

অনুষ্ঠান উপলক্ষে মিলনায়তনে আলোকসজ্জা আর খাবার হিসেবে দেশিয় কাচ্চি বিরানি পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশিয় ও পশ্চিমা নাচ, ফ্যাশন শো দর্শকনন্দিত হয়। সবশেষ খণ্ড নাটক মঞ্চস্থ হয়।

সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে মুবসা একটি বার্ষিক বাংলা সাময়িকীও প্রকাশ করে।
মুবসা’র সভাপতি অদ্রি বিশ্বাস বাংলানিউজকে বলেন, এই সাংস্কৃতিক সন্ধ্যার মূল উদ্দেশ্য ছিল ম্যাকুরি ইউনিভার্সিটির বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন আর সেইসঙ্গে বাংলাদেশি কৃষ্টি ও সংস্কৃতিকে বহির্বিশ্বে উপস্থাপন করা।

মুবসা’র সাংস্কৃতিক সম্পাদক আসফাকুল আলম অনুষ্ঠানকে সার্থক ও সুন্দর করতে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংগঠনের সহ-সভাপতি ফাহাদ হায়দার স্থানীয় স্পন্সর প্রতিষ্ঠান আইডিপি, বনলতা ক্যাটারিং ও এক্সপার্ট এডুকেশনকেও ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ