সিডনি (অস্ট্রেলিয়া) থেকে: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করেছে। রোববার (২৩ নভেম্বর) বিকেল ছয়টায় এ অনুষ্ঠান হয়।
গ্লেনভিল টাউনহলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিডনিতে বাংলাদেশের অনারারী কনসুলার জেনারেল অ্যান্থনি কুরী।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. মোবারক হোসেন। তারপর সংগঠনের সাধার সম্পাদক নুর মোহাম্মদ কামরুল হাসান বার্ষিক আর্থিক প্রতিবেদন পেশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যান্থনি কুরী সিডনিতে বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার ব্যাপারে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের দাবির পরিপ্রেক্ষিতে সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন।
তিনি এক হাজার ডলার প্রদানের অঙ্গীকার করে কমিউনিটির সকলের এগিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানান।
প্রথম পর্বটি পরিচালনা করেন সোনিয়া বেগম ও জামিল হোসেন।
দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সিডনির বিশিষ্ট কণ্ঠশিল্পী যুগল আতিক ও মিতা হেলাল, অমিয়া মতিন, বড়ুয়া ও প্রিয়াশা বড়ুয়া প্রমুখ। এছাড়াও স্থানীয় ব্যান্ড সুজনের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪