ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অস্ট্রেলিয়া

সিডনিতে ত্রৈমাসিক ম্যাগাজিন ‘বিএফএ ভয়েস’র মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
সিডনিতে ত্রৈমাসিক ম্যাগাজিন ‘বিএফএ ভয়েস’র মোড়ক উন্মোচন

ঢাকা: অস্ট্রেলিয়ায় নানা আয়োজনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছে প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায়  সিডনিতে বাংলাদেশ ফোরাম অব অস্ট্রেলিয়ার ত্রৈমাসিক ম্যাগাজিন ‘বিএফএ ভয়েস’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।



এ উপলক্ষে রোববার (১৩ ডিসেম্বর) সিডনির রকডেলের কস্তুরী রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টারে ইএসআই গ্লোবাল সার্ভিসের সৌজন্যে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ ফোরাম অব অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রনির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন- সংগঠনটির যুগ্ম সম্পাদক আশিক আহমেদ সৌরভ, সহ-সভাপতি  মো. জুনাইদুর রহমান অনন্ত ও আব্দুল আউয়াল।

এরপর শুরু হয় আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য পর্ব। একে একে বক্তব্য দেন- সুপ্রভাত সিডনির চিফ রিপোর্টার ফজলে রাব্বী, বিদেশ বাংলা টেলিভিশনের পরিচালক রহমতউল্লাহ, সিকদার রিয়েল স্টেটের নির্বাহী পরিচালক আনিস রহমান (রিতু), বিশিষ্ট আইনজীবী ড. জহিরুল হক মোল্লা, চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলী আবদুল্লাহ শিবলী, বিশিষ্ট সাংবাদিক এসবিএস রেডিওর বাংলা বিভাগের প্রধান আবু রেজা আরেফিন, বিশিষ্ট শিক্ষাবিদ একাডেমিক স্কলার এ এস এম এনামউল্লাহ, প্রবীন রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজীবী সিরাজুল হক, সিডনিতে বাংলাদেশের অনারারি কনস্যুলার জেনারেল অ্যান্থনি কুরি।

সমাপনী বক্তব্য দেন- বাংলাদেশ ফোরাম অব অস্ট্রেলিয়ার সভাপতি ও বিএফএ ভয়েস’র সম্পাদক হোসেন মোহাম্মাদ মহসিন।  

এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে উপস্থিত দর্শকদের সামনে বিএফএ ভয়েস’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় দর্শকরা তুমুল করতালি দিয়ে বাংলাদেশ ফোরাম অব অস্ট্রেলিয়ার এ উদ্যোগকে স্বাগত জানান।

শুভেচ্ছা বক্তব্যে অনারারি কনস্যুলার জেনারেল অ্যান্থনি কুরি বলেন, ‘বিএফএ ভয়েস’ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি, আরাজনৈতিক পত্রিকা হিসেবে ‘বিএফএ ভয়েস’ সুনাম অর্জন করবে এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখবে।

অস্ট্রেলিয়ায় বাংলা ভাষার প্রসারে প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের  বাংলা শেখার ওপর গুরুত্বারোপ করে এ ব্যাপারে তিনি সব মা-বাবাকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন।

বিএফএ ভয়েস’র সম্পাদক হোসেন মোহাম্মাদ মহসিন ম্যাগাজিন প্রকাশে সহযোগিতা করার জন্য এর পৃষ্ঠপোষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় এসআই গ্লোবাল সার্ভিসের প্রধান নির্বাহী কাজী আব্দুল কাদের আরমানকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীন রাজনীতিবিদ গামা আব্দুল কাদের, এ এফ কে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবু কাইউম খান, বিশিষ্ট ব্যবসায়ী শফিক শিকদার, ভোলা ডেভেলপমেন্ট ফোরাম অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মোসলেউর রহমান খুশবু, এইট নোটস ব্যান্ডের ড. এহসান আহমেদ, বাংলা সিনেমা ‘চোরাবালি’র প্রযোজক সালেহীন স্বপন, এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী রাশেদ শ্রাবন, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, আপডেট বিডি নিউজের প্রধান সম্পাদক রেজাউল হক, বিদেশ বাংলার সহকারী পরিচালক অ্যানি সাবরিন, তরুণ সমাজসেবক আলী বাসীর নূর, ইকবাল মাহমুদ মাসুদ, শাহাদাত হোসেন শাওন, প্রবাস মেলার সিডনি প্রতিনিধি জাজ মিয়া, বাসভূমির প্রভাত হাসান, বিএফএ ভয়েসের রিপোর্টার সৈয়দ ফুয়াদ করিম ফাতেমী, এস এম এ ফাহিম, ফয়সাল আহমেদ, রুহুল আমিন।

এছাড়া অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি লেখক, সাংবাদিক, সংগীত শিল্পী, রাজনীতিবিদ, সাংবাদিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতারাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি জনপ্রিয় কন্ঠশিল্পী রুহুল আমিন রাহুল গান পরিবেশন করেন। সব শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ