ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া

মেলবর্নে বিজয় মেলা অনুষ্ঠিত

সালেক সুফী, অস্ট্রেলিয়া থেকে: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
মেলবর্নে বিজয় মেলা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলবর্ন: অস্ট্রেলিয়ার মেলবর্নে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে দিনব্যাপী বিজয় মেলা ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) মেলবর্ন শহরের স্থানীয় একটি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রবাসী মুক্তিযোদ্ধারা শিশু-কিশোরদের স্যলুট গ্রহণ করেন।

পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক ওবায়েদ রহমান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম শুভ, নারীনেত্রী ফেরদৌস আরা পারভীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মালেকা পারভীন, ইঞ্জিনিয়ার রেজাউল করীম বেণু ও কবি ডা. তুহীন তারিকুল ইসলাম।

বক্তারা জানান, দেশি-বিদেশি অপশক্তি এখনো স্বাধীনতার বিরুদ্ধে সক্রিয়। তাদের রুখে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ সময় তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের নানা বিষয় নিয়ে আলোচনাও তুলে ধরেন।

সবশেষে সংগঠনটির সাংস্কৃতিক সম্পাদক পলাশ দত্তের তত্ত্বাবধানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জাতীয় সংগীত, মুক্তির গান, জাগরণের গান ও নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইটি বিশেষজ্ঞ সামসুল আলম ফিরোজ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ওমর ফারুক, আরিফ, খায়রুল আলম, এ এইচ এম শিশির, আফজাল হোসেন, যশরথ বিশ্বাস, আহমেদ রুবেল, মীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ