ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়া

সঙ্গীত, সংস্কৃতি হোক ভাষা শিক্ষার অন্যতম উপকরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
সঙ্গীত, সংস্কৃতি হোক ভাষা শিক্ষার অন্যতম উপকরণ

ঢাকা: বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্কুলের (বিএলসিএস) শিক্ষক-শিক্ষার্থী আর অবিভাবকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়। স্কুলটি মেলবোর্ন প্রবাসী বাঙালি এবং ক্ষুদে শিক্ষার্থীদের অন্যতম প্রধান বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার কেন্দ্রস্থল।

স্কুলটি ১৯৮৪ সালে যাত্রা শুরু করে। ২০০২ সালে স্কুলটিকে ওয়েস্টল সেকেন্ডারি কলেজে স্থানান্তরিত করা হয়।

ড. আব্দুল্লা আজাদ এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। বর্তমানে অস্ট্রেলিয়ার সিএসআইআরও-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: নওশাদ হক প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কবিতা, একক ও দলীয় গান এবং একক ও দলীয় নাচ পরিবেশন করে করে।  

পরিবেশনা শেষে স্কুলের প্রেসিডেন্ট নওশাদ হক সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্রও বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে অংশগ্রহণ করে ক্ষুদে শিক্ষার্থীরা বাংলা ভাষা আর সংস্কৃতির প্রতি আগ্রহী হবে বলে অবিভাবকরা মনে করেন।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ