ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

আয়াটা এয়ারলাইন্সের স্বীকৃতি পেল ইউএস-বাংলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
আয়াটা এয়ারলাইন্সের স্বীকৃতি পেল ইউএস-বাংলা

ঢাকা: বাংলাদেশের অন্যতম বৃহৎ বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রথম দেশিয় বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আয়াটা) এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

২০২৩ সালে বিশ্বের ১৮টি এয়ারলাইন্স আয়াটা এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি অর্জন করেছে, যার মধ্যে ইউএস-বাংলা অন্যতম। গত প্রায় ২৭ বছরে বেশ কয়েকটি বেসরকারি এয়ারলাইন্স পরিচালিত হলেও প্রথমবারের মতো ইউএস-বাংলা এই সম্মান অর্জন করায় বিশ্বের আকাশ পরিবহনে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে পারবে। সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স আইওএসএ সার্টিফিকেটও অর্জন করেছে।

২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ৯টি দেশের ১১টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে কলকাতা, চেন্নাই, মালে, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, শারজাহ, দুবাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে। নিকট ভবিষ্যতে জেদ্দা, দিল্লী রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

ইউএস-বাংলার বহরে আটটি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই বিমান বহরে ৪৩৬ আসনের দু’টি এয়ারবাস ৩৩০ ও চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।