ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা-ব্যাংকক-ঢাকা ফ্লাইট পরিচালনা করলেন নারীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, মার্চ ৮, ২০২৫
ঢাকা-ব্যাংকক-ঢাকা ফ্লাইট পরিচালনা করলেন নারীরা

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন ও সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নারী দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটের নেতৃত্ব দিয়েছে ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা।

বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটে দুজন নারী ককপিট ক্রু ছাড়াও ছিলেন পাঁচজন নারী কেবিন ক্রু।

নারী দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বিশেষ ফ্লাইটটি বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়।

ফ্লাইটের প্যাসেঞ্জার চেকিং ইউনিট, পাসপোর্ট চেকিং ইউনিট, বোর্ডিং গেট, প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং, ট্রিম শিট লোডিং এবং ককপিট ক্রু ও কেবিন ক্রুসহ প্রত্যেকটি সেকশনে বিমানের নারী সহকর্মীরা নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।