ঢাকা: চাকা খুলে যাওয়া বিমান শনাক্তকারী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) বিভাগের অধীন কক্সবাজার বিমানবন্দরে কর্মরত এরোড্রামা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম তার পেশাগত নিষ্ঠা, সতর্কতা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের অসাধারণ সক্ষমতার জন্য বিশেষ স্বীকৃতি লাভ করেছেন।
বুধবার (২ জুলাই) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া তার এ কৃতিত্বের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন বলে জানিয়েছেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ।
সম্প্রতি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BBC-436 (S2-AJW) উড্ডয়নের পর পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে। সকাল পৌনে ৭টা থেকে ১২টা পর্যন্ত দায়িত্বে নিয়োজিত মো. জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাটি শনাক্ত করেন এবং সংশ্লিষ্ট পাইলটকে সতর্ক করেন। একই সঙ্গে, কাছাকাছি অবস্থানে থাকা UBG-148 (S2-AJW) ফ্লাইটের সঙ্গে দ্রুত সমন্বয় করে তিনি নিশ্চিত করেন যে বিচ্ছিন্ন চাকা BBC-436-এরই।
পরবর্তী সময়ে বিলম্ব না করে তিনি জরুরি প্রোটোকল অনুসরণ করেন এবং ৭টা ২৭ নিনিটে ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রাম টাওয়ারের নিয়ন্ত্রণে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করেন। তার সচেতনতা, তৎপরতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ফলে একটি সম্ভাব্য দুর্ঘটনা প্রতিহত করা সম্ভব হয়।
এ ঘটনা মো. জাহিদুল ইসলামের পেশাদারিত্ব, নিরাপত্তা সচেতনতা ও দায়িত্ব পালনের মানদণ্ডকে প্রতিফলিত করে। এই ধরনের দক্ষতা ও নিষ্ঠা বাংলাদেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় আস্থা ও নিরাপত্তার স্তরকে আরও সুদৃঢ় করে তোলে।
এমআইএইচ/জেএইচ