ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

আন্তর্জাতিক সোনা চোরাচালানী মোহাম্মদ আলী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪
আন্তর্জাতিক সোনা চোরাচালানী মোহাম্মদ আলী আটক ছবি: প্রতীকী

ঢাকা: আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের প্রধান মোহাম্মদ আলী সহ চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটককৃতদের মধ্যে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সিকিউরিটি অফিসার কামরুল এবং এয়ারক্রাফট সুইপিং সুপারভাইজার আবু জাফর এবং আহমেদ জামিল টুকি নামে এক ভারতীয় নাগরিক রয়েছে।


 
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় র‌্যাব হেড কোয়ার্টার থেকে পাঠানো একটি খুদে বার্তায় তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৩৪০ ভরি ওজনের ৫কোটি টাকার ১৩৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় র‌্যাব হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে  এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময় : ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।